রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

কীর্তনখোলা নদী দখল ও দূষণমুক্ত রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের কীর্তনখোলা নদী দখল ও দূষণমুক্ত করার দাবি জানিয়েছে স্থানীয় পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। বিশ্ব নদী দিবস উপলক্ষে গতকাল নগরীর ফকিরবাড়ি রোডের শিক্ষক ভবনে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় বরিশাল নদী দিবস উদযাপন পরিষদ। সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বিভাগীয় সমন্বয়কারী মো. রফিকুল ইসলাম বলেন, তারা সাম্প্রতিক জরিপে কীর্তনখোলার বেলতলা, জেলখাল, রসুলপুর, চরকাউয়া খেয়াঘাট, ডিসি ঘাট এবং ত্রিশ গোডাউন এলাকায় কীর্তনখোলা নদী দখল এবং দূষণের চিত্র পেয়েছেন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই দখল ও দূষণে জড়িত। নগরীর বিভিন্ন প্রান্তে থাকা সাতটি ওষুধ কোম্পানির যাবতীয় বর্জ্য কীর্তনখোলায় ফেলায় নদীর পানি ক্রমেই দূষিত হচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী ১০ থেকে ১৫ বছর পর কীর্তনখোলা নদী হারিয়ে যাবে আশঙ্কা তাদের। এ কারণে দখল উচ্ছেদ এবং দূষণ বন্ধ করে কীর্তনখোলা নদীর প্রবাহ স্বাভাবিক রাখার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

এ সময় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর