সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
সিআরআই’র ওয়েবিনারে বক্তারা

দেশের কল্যাণে নিজেকে সঁপেছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

বাবা-মা, পরিবার-পরিজন সবকিছু হারিয়েও নিজের কথা ভাবেননি শেখ হাসিনা। দেশ ও মানুষের কল্যাণে নিজেকে সঁপে দিয়েছেন। আওয়ামী লীগ তথা বাংলাদেশকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য জীবননাশের হুমকি নিয়েও সংগ্রাম করে চলেছেন বঙ্গবন্ধুকন্যা। তিনি নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় আমাদের পৌঁছে দেবেন। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। শনিবার রাতে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এই ওয়েবিনারের আয়োজন করে। এতে অতিথি হিসেবে যুক্ত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত প্রমুখ।

এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়।

বেগম মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা এ দেশের মানুষের গণতন্ত্র নিশ্চিত করেছেন, একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। তিনি ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। তিনি কথা বলার অধিকার দিয়েছেন। দিয়েছেন এই ডিজিটাল বাংলাদেশ।

ডা. দীপু মনি বলেন, সংগ্রামমুখর জীবন, মানুষের প্রতি অগাধ ভালোবাসা, শেখ হাসিনা তার বাবা-মা, পরিবার থেকে ধারণ করেছেন। ঝুঁকি জেনেও তিনি দেশে এসেছেন। বাংলার মানুষ সেদিন অগাধ ভালোবাসা ও আস্থা নিয়েই বঙ্গবন্ধুকন্যাকে গ্রহণ করেছিল।

আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশকে নিয়ে এগিয়ে চলছেন না, তিনি রয়েছেন মানব ধর্মে। তিনি নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় আমাদের পৌঁছে দেবেন।

সর্বশেষ খবর