বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

খালেদা জিয়ার মুক্তিই একমাত্র লক্ষ্য

-মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করাই এখন বিএনপির একমাত্র লক্ষ্য। তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যিনি গণতন্ত্রের পতাকা তার সমস্ত রাজনৈতিক জীবনে তুলে ধরেছেন সেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। গণতন্ত্রকে মুক্ত করতে হবে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও দেশে ফিরিয়ে আনতে হবে। গতকাল সন্ধ্যায় ভার্চুয়াল আলোচনা সভায় দেওয়া বক্তৃতায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

আয়োজক সংগঠন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ও অমলেন্দু দাস অপুর পরিচালনায় এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কু-ু, অপর্ণা রায় দাশ, সুনীল বড়ুয়া, নিপুণ রায় চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। মির্জা ফখরুল বলেন, আমাদের ৩৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সবার জন্য একটা মুক্ত স্বদেশ, মুক্ত বাংলাদেশ নির্মাণ করতে হবে। আসুন আমরা দল-মত নির্বিশেষে সেই লক্ষ্যে কাজ করি। তিনি বলেন, রামুর ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি তারই একটা প্রতিফলন। বাংলাদেশে এখন কোনো গণতন্ত্র নেই। কোনো ধর্মের মানুষেরই কোনো অধিকার নেই। বাংলাদেশ এখন একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে গণতন্ত্র নেই, জনগণের শাসন নেই। আজকে দেশ ও জাতির জীবনে যে সংকট উপস্থিত, এই সংকট বিএনপির নয়, খালেদা জিয়ার নয়, কোনো ব্যক্তির নয়, এটা সমগ্র জাতির। এ সংকট থেকে জাতিকে উদ্ধার করতে হলে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধভাবে এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

সর্বশেষ খবর