শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

লুঙ্গি পরে ছাতা মাথায় রাস্তায় আরিফ!

নিজস্ব প্রতিবেদক, সিলেট

করোনা আক্রান্ত হওয়ায় প্রায় দুই সপ্তাহ ছিলেন আইসোলেশনে। সুস্থ হওয়ার পর চিকিৎসকের পরামর্শে কয়েক দিন বিশ্রামে ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল সকাল থেকে তিনি ফের নেমেছেন উন্নয়ন কাজ পরিদর্শনে। বৃষ্টির মাঝে ছাতা মাথায় লুঙ্গি পরে নগরীর রাস্তায় ঘুরে ঘুরে উন্নয়ন কাজ পরিদর্শন করছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

গতকাল সকাল ৬টা। সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে ছুটে যান মেয়র আরিফুল হক চৌধুরী। আকাশ থেকে তখন ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে। মাথায় ছাতা আর আসমানী রঙের ফতুয়া ও সাদা লুঙ্গি পরা মেয়র আরিফ তদারকি করতে নামেন উন্নয়ন আর সংস্কার কাজ।

চৌহাট্টা পয়েন্ট থেকে জিন্দাবাজার আর কোর্ট পয়েন্ট। একইভাবে ঘুরলেন এ প্রান্ত থেকে ও প্রান্ত। সিলেট সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সামনে তারের জঞ্জাল দেখে সেগুলো নিজে সামনে থেকে সাফ করেন মেয়র আরিফ।

কাজের বেলায় মেয়র আরিফকে বরাবর পরিশ্রমী দেখা গেছে। গতকাল ছুটির দিন হওয়ায় নগর ভবনের ব্যস্ততা ছিল না। তাই ঘুম ভাঙতেই বেরিয়ে পড়েন কাজ তদারকিতে।

বৃষ্টিভেজা দিনে স্বাচ্ছন্দ্যে সেই কাজ সারতে তিনি বেছে নিয়েছিলেন বাঙালির চিরায়ত পোশাক লুঙ্গি।

সর্বশেষ খবর