রবিবার, ৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশ-ভারতের বন্ধুসুলভ সম্পর্ক বজায় থাকবে

-সঞ্জিব কুমার ভাটি

পাবনা প্রতিনিধি

ভারতীয় হাইকমিশনের রাজশাহীর সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধুসুলভ সম্পর্ক বজায় আছে, এটি বজায় থাকবে। তিনি গতকাল পাবনা প্রেস ক্লাবের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন। সঞ্জিব কুমার ভাটি আরও বলেন, ‘বিগত এক দশকে বাংলাদেশ সামাজিক উন্নয়নসহ অনেক ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। এটি বন্ধুপ্রতীম দেশের জন্য ভালো লাগার বিষয়।’ দীর্ঘমেয়াদি ভিসা ও সহজীকরণ সম্পর্কে তিনি বলেন, ‘করোনায় স্বাস্থ্য নিরাপত্তাসহ সার্বিক কারণেই ভিসা প্রদানে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা প্রক্রিয়া আগের মতো সহজ হয়ে যাবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান। বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক রণেশ মৈত্র, রবিউল ইসলাম রবি, আবদুল মতীন খান, ক্লাবের বর্তমান সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, কলামিস্ট হাবিবুর রহমান স্বপন, সাবেক সহসভাপতি আখতারুজ্জামান আখতার, মীর্জা আজাদ, শহিদুর রহমান শহিদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন শেষে ভারতীয় সহকারী হাইকমিশনারকে প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়। মতবিনিময় শেষে তিনি পাবনা প্রেস ক্লাবকে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে তিনটি কম্পিউটার প্রদান করেন।

সর্বশেষ খবর