বুধবার, ৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

দুর্নীতি ও অর্থ আত্মসাতের দায়ে বিসিসি’র ৪ কর্মকর্তাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৪ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দুর্নীতি এবং অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হয় তাদের। গত ২৯ সেপ্টেম্বর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে তাদের চাকরিচ্যুত করা হয়। এরা হলো- বিসিসির বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মশিউর রহমান, ট্রেড সুপারিনটেন্ডেন্ট মো. আজিজুর রহমান, হাট-বাজার শাখার সুপারিনটেন্ডেন্ট নুরুল ইসলাম এবং প্রকৌশল শাখার উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ। এর মধ্যে প্রথম ৩ জন সাময়িক বরখাস্ত ছিলেন। সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মশিউর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ট্রেড সুপারিনটেন্ডেন্ট মো. আজিজুর রহমানের বিরুদ্ধে নামে-বেনামে বিভিন্ন স্থানে করপোরেশের স্টল বরাদ্দ , হাট-বাজার শাখার সুপারিনটেন্ডেন্ট নুরুল ইসলামের বিরুদ্ধে নামে-বেনামে স্টল বরাদ্দ ও বিভিন্ন স্টল থেকে অবৈধভাবে ভাড়া উত্তোলন এবং উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে আর্থিক সুবিধা নিয়ে করপোরেশনের রাস্তা কেটে ফেলার অভিযোগ রয়েছে। তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী চাকরি বিধিমালা-২০১০ এবং ৪র্থ পরিষদের নবম সাধারণ সভার রেজুলেশন অনুযায়ী তাদের ৪ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর