বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আরমানিটোলায় বিস্ফোরণ সড়ক বিধ্বস্ত, আহত ৯

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার আরমানিটোলায় বিস্ফোরণে প্রধান সড়কের একাংশ বিধ্বস্ত হয়েছে। গতকাল বিকালের এই বিস্ফোরণে ৯ পথচারী আহত হয়েছেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, সড়কের নিচে পয়োনালার (স্যুয়ারেজ) পাশে গ্যাসের লাইনের ছিদ্র দিয়ে গ্যাস বেরিয়ে জমেছিল। সেই গ্যাসের চাপেই বিস্ফোরণের ঘটনা ঘটে। বংশাল থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল পৌনে ৫টার দিকে আরমানিটোলা মাঠ-সংলগ্ন ফটকের পশ্চিম পাশে হঠাৎ বিস্ফোরণ হয়। এ সময় পয়োনালার ওপরে ঢাকনা ও আশপাশের সড়ক ফেটে ও ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

 এ সময় সেখান দিয়ে চলাচল করা ৯ পথচারী আহত হন। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, বিস্ফোরণের খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে আহত ব্যক্তিদের রক্তাক্ত অবস্থায় দেখা যায়। তাদের পা কেটে ও ছিলে গিয়েছিল। ৯ জনকেই উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাস কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে তারাও ঘটনাস্থলে ছুটে আসে।

সর্বশেষ খবর