রবিবার, ১১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে

---- নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। সবাইকে সেই আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। মানুষের আকাক্সক্ষাকে জোর করে দমন করা যায় না। মানুষের প্রয়োজনকে অগ্রাহ্য করে দীর্ঘদিন টিকে থাকা যায় না। বর্তমানে নারী নির্যাতনকারীদের সঙ্গে একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনীর কোনো তফাৎ নেই বলেও মন্তব্য করেন তিনি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে ‘ঐতিহাসিক জেহাদ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ১৯৯০ সালের ১০ অক্টোবর স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে শহীদ হন নাজির উদ্দিন জেহাদ। দিবসটি উপলক্ষে সকালে দৈনিক বাংলা মোড়ে শহীদ জেহাদ স্মৃতি  সৌধে পুষ্পমাল্য অর্পণ করেন ’৯০ ছাত্রঐক্যের নেতারা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নব্বইয়ের ছাত্র ঐক্যের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও নাজিম উদ্দিন আলমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক ছাত্র নেতা ড. আসাদুজ্জামান রিপন, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, ফজলুল হক মিলন, মোস্তাফিজুর রহমান বাবুল, জহিরউদ্দিন স্বপন, খোন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান আসাদ, কামরুজ্জামান রতন, এবিএম মোশাররফ হোসেন, সুলতান সালাহউদ্দিন টুকু, আমিরুল ইসলাম আলীম, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, শহীদ  জেহাদের বড় ভাই  কে এম বসির প্রমুখ।

সর্বশেষ খবর