সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

এমন ব্যভিচার আদিম যুগেও ছিল না : জাপা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, সব মানুষের জানমালের নিরাপত্তা বিধান করার দায়িত্ব সরকারের। দেশে নারী নির্যাতনের এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে মা-বোনেরা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। এই দায় সরকার এড়াতে পারে না। জন নিরাপত্তার স্বার্থে সরকারকে এ বিষয়ে কঠোর অবস্থান নিতে হবে। ধর্ষণকারীর বিরুদ্ধে এমন শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে সব অপরাধীই সতর্ক হয়ে উঠবে। গতকাল বিকালে পুরান ঢাকায় লালবাগ থানা জাপা আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু। এ সময় স্থানীয় জাপা নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর