সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

প্রাথমিকে প্যানেল থেকে নিয়োগ দাবি

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে প্যানেলের মাধ্যমে নিয়োগের ঘোষণার দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রার্থীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে প্যানেল থেকে শিক্ষক নিয়োগের দাবি করে বলা হয়, মুজিববর্ষের অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, মুজিববর্ষে কেউ বেকার থাকবে না। তাই করোনার মধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি না দিয়ে প্যানেলের মাধ্যমে নিয়োগ দিয়ে দেশের বেকারত্ব দূর করতে হবে। নতুন বিজ্ঞপ্তি দিলে লাখ লাখ পরীক্ষার্থীর পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেওয়া সম্ভব হবে না। অন্যদিকে পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদের প্যানেলের মাধ্যমে নিয়োগ দিলে দ্রুত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ঘাটতি দূর হবে। একই সঙ্গে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার কাজ দ্রুত সম্পন্ন হবে।

২০১৮ সালের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেল প্রত্যাশী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল কাদের, সাধারণ সম্পাদক আবু হাসান, মহিলাবিষয়ক সম্পাদক তানিয়া তাসনিম, সহসভাপতি বাবুল মুনশি, আইসিটিবিষয়ক সম্পাদক রাসেল আহমেদ প্রমুখ এতে বক্তব্য দেন।

সর্বশেষ খবর