মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বাগেরহাটে এনজিও কর্মীকে ধর্ষণে একজন গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে ঘরে ঢুকে এনজিও কর্মীকে (২৫) দলবেঁধে ধর্ষণ ও ভিডিও ধারণ করার ঘটনায় যুক্ত ১ আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। তার নাম মামুন, পেশায় ভ্যানচালক।

পুলিশ জানায়, গতকাল ভ্যানচালক মামুনকে আদালতে তোলা হলে তিনি বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খোকন হোসেনের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, অন্য তিন ধর্ষককে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ছাড়া বাগেরহাট সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, গত শনিবার রাতে ফকিরহাট উপজেলার জারিয়া মাইট কুমড়া এলাকায় ওই এনজিও কর্মীর বাসায় ঢুকে ৪ যুবক তাকে ধর্ষণ করে। পাশের রুমে নিয়ে অপর এক পুরুষ তার উলঙ্গ ভিডিও ধারণ করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। রবিবার সকালে ওই এনজিও কর্মী ফকিরহাট থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পুলিশ ওই দিন দুপুরে ফকিরহাটের জারিয়া মাইট কুমড়া এলাকায় অভিযান চালিয়ে মামুনকে আটক করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় গণধর্ষণের ভিডিওসহ একটি মোবাইল। মামলায় মামুন ছাড়াও জারিয়া মাইট কুমড়া এলাকার রাজমিস্ত্রি ফিরোজ (২৮), দিনমজুর মুসা (২৬), ভ্যানচালক রাজুকে (২৯) আসামি করা হয়েছে।

সর্বশেষ খবর