বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

দুর্ঘটনা থেকে রক্ষায় গ্যাসে গন্ধ মেশানোর দাবি

গ্যাসের বিস্ফোরণজনিত দুর্ঘটনা থেকে রক্ষায় গ্যাসে গন্ধ মেশানোর দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব বায়োমেডিকেল অ্যান্ড টেকনোলজি বিভাগ। বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল কাদির বলেন, নারায়ণগঞ্জে মসজিদে গ্যাসের কারণে বিস্ফোরণের দুর্ঘটনা দেশের মানুষকে আতঙ্কিত করে তুলেছে। এর আগেও একই কারণে আরও অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে।

প্রাকৃতিক গ্যাসে কোনো গন্ধ থাকে না। তাই ঘরে গ্যাস লিক হলে বোঝার কোনো উপায় নেই। দরজা-জানালা বন্ধ থাকলে জমে যাওয়া এ গ্যাস আগুনের ছোট একটি স্ফুলিঙ্গ পেলেই ভয়ঙ্কর বোমার মতো কাজ করে। বিদ্যুতের লাইট, ফ্যান বা অন্যান্য যে কোনো যন্ত্রপাতির সুইচ অন-অফ করলে সেখানে ছোট একটি স্ফুলিঙ্গ তৈরি হয় যা অনেক সময় দেখা যায় না, কিন্তু জমে থাকা গ্যাসে তা বিস্ফোরণ ঘটানোর জন্য যথেষ্ট, যা নারায়ণগঞ্জের মসজিদে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এর থেকে প্রতিরক্ষার জন্য পাশ্চাত্যে প্রায় দেড়শ বছর আগে থেকেই গ্যাসে বিশেষ গন্ধ মেশানো হয়, যেন ঘরে গ্যাস লিক হলে মানুষ বুঝতে পেরে সাবধান হতে পারে। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর