শিরোনাম
বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
রাষ্ট্রপতির কাছে ড. মোর্শেদের আবেদন

ঢাবি সিন্ডিকেটের সিদ্ধান্ত বাতিল ও চাকরিতে পুনর্বহালের দাবি

নিজস্ব প্রতিবেদক

চাকরিতে পুনর্বহালের দাবিতে রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছে আবেদন করেছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। গত রবিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কার্যালয়ে ডাক রেজিস্ট্রির মাধ্যমে আবেদনপত্র পাঠান তিনি। আবেদনে অধ্যাপক মোর্শেদ বলেছেন, তাকে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্বাধীন মতপ্রকাশের দায়ে অন্যায়ভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩-এর আদেশের পরিপন্থী। অবিলম্বে ঢাবি সিন্ডিকেটের সিদ্ধান্ত বাতিল ও তাকে চাকরিতে পুনর্বহালের দাবি জানান ড. মোর্শেদ।

আবেদনে অধ্যাপক মোর্শেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি সমসাময়িক বিষয়ে লেখালেখি করি এবং স্বাধীন মতপ্রকাশ করি যা আমার সংবিধানস্বীকৃত অধিকার। ঢাবি কর্তৃক বেআইনিভাবে আমার বিদ্যায়তনিক স্বাধীনতার (একাডেমিক ফ্রিডম) ওপরও হস্তক্ষেপ করা হয়েছে। উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে শিক্ষকতা ও অন্যান্য প্রশাসনিক কর্মকান্ড সম্পাদনের বাইরে আমি এ দেশের একজন নাগরিক এবং যদি বিশ্ববিদ্যালয়ের কর্মকান্ডের বাইরে আমার কোনো কাজের কারণে কোনো আইন ভঙ্গ হয়ে থাকে তাহলে তা দেশের প্রচলিত আইনে তদন্ত সাপেক্ষে বিচার্য বিষয়। এ রকম কোনো বিষয়ের উল্লেখ করে যখন ঢাবি পুলিশি কর্মকান্ড ও বিচারিক কর্মকান্ড পরিচালনা করে তখন বোঝা যায় আমাকে ব্যক্তিগত এবং রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতার কারণে হয়রানি করা হচ্ছে। যেখানে বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তার ধারক ও বাহক হওয়ার কথা সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন হঠকারী সিদ্ধান্ত ভবিষ্যতে মুক্তচিন্তার বিকাশকে বাধাগ্রস্ত করবে বলে আমার দৃঢ়বিশ্বাস। যেহেতু আমি শিক্ষকতার বাইরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত আছি, এই মতাদর্শগত ভিন্নতার কারণে আমাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ৫৬(২)-এ রাজনৈতিক মতাদর্শ গ্রহণের স্বাধীনতা দেওয়া আছে।

 

সর্বশেষ খবর