বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

গ্লোব বায়োটেকের সঙ্গে আইসিডিডিআরবির সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

গ্লোব বায়োটেক লিমিটেডের সঙ্গে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)-এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল দুপুরে এ সমঝোতা স্বাক্ষর হয় বলে নিশ্চিত করেছেন আইসিডিডিআরবির মিডিয়া ম্যানেজার এ কে এম তারিফুল ইসলাম খান।

এ সমঝোতার আওতায় আইসিডিডিআরবি গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন মানবদেহে ট্রায়াল চালাবে বলে জানিয়েছেন গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ডা. আসিফ মাহমুদ। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আইসিডিডিআরবি আমাদের করোনা ভ্যাকসিন মানবদেহে ট্রায়াল চালাবে। এজন্যই আমরা এ চুক্তি স্বাক্ষর করেছি। প্রাণীদেহে সফল হওয়ার পর তৃতীয় ধাপে মানবদেহে ভ্যাকসিনের কার্যকারিতা ট্রায়াল চালাতে হয়।

এ কাজটি করবে আইসিডিডিআরবি।’

কিন্তু মানবদেহে ভ্যাকসিন ট্রায়ালের চুক্তি হয়নি বলে জানিয়েছেন আইসিডিডিআরবির মিডিয়া ম্যানেজার এ কে এম তারিফুল ইসলাম খান। তিনি বলেন, ‘গ্লোব বায়োটেকের সঙ্গে আইসিডিডিআরবির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, চুক্তি নয়। তাদের পণ্যের মূল্যায়ন করবে আইসিডিডিআরবি। সেখানে মানবদেহে ভ্যাকসিন ট্রায়ালের কোনো বিষয় ছিল না।’

সর্বশেষ খবর