শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ৩৬০ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করেছে র‌্যাব। গতকাল দুপুরে র‌্যাব সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে সাদাছড়ি বিতরণ করেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেমসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে র‌্যাব ডিজি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন সুবিধাবঞ্চিত মানুষের জন্য সংগ্রাম করেছেন। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবনের একটা বড় সময় তিনি কারাগারে কাটিয়েছেন। এখন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছি। ুআমরা সমৃদ্ধ বাংলাদেশ তখনই গড়তে পারব, যখন সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারব।

 এর আওতা থেকে প্রতিবন্ধীরাও বাদ নয়; বরং তাদের শক্তি হিসেবে বিবেচনা করেছেন প্রধানমন্ত্রী।

র‌্যাব প্রধান বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা অনেক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছিলাম, কিন্তু করোনা মহামারীর কারণে সেটা সম্ভব হয়নি। আজ (গতকাল) কিছু সুবিধাবঞ্চিত মানুষকে নিয়ে সমবেত হতে পেরেছি, আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ। আমরা সবসময় চেষ্টা করেছি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর। ভবিষ্যতেও সহায়তার হাত প্রসারিত থাকবে। দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তায় আগামীতে আরও বেশি সংখ্যক স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হবে।

সর্বশেষ খবর