শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

শেষ হলো ইয়াস কৃষি চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ওলী আহম্মেদ, শেকৃবি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) দ্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচার অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (ইয়াস) আয়োজিত জাতীয় কৃষি চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২০ শেষ হয়েছে। সমাপনী দিনে গতকাল সন্ধ্যায় এক ভার্চুয়াল অনুষ্ঠানে আয়োজক কর্তৃপক্ষ বিজয়ীদের নাম ঘোষণা করে। এ প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল ‘বাংলাদেশ প্রতিদিন’। অনিক ও সিমরানের সঞ্চালনায় শেকৃবি ইয়াসের পরিচালক লাইমুর রহমানের সভাপতিত্বে প্রতিযোগিতাটির উপদেষ্টা পর্ষদের সদস্য ড. আবুল হাসনাত এম সোলায়মান, ড. আনিসুর রহমান, ড. দেলোয়ার হোসেন, রাকিবুর রহমান, মীর মোহাম্মদ আলী ও নিপা মোনালিসা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার মানিক মুনতাসির বিশেষ অতিথি ছিলেন। প্রতিযোগীদের চিত্রকর্ম মূল্যায়নে বিচারক হিসেবে ছিলেন প্রদীপ সাহা ও মোর্শেদ মিশু।

১৯টি বিশ্ববিদ্যালয়ের ৬১ জন প্রতিযোগী এতে অংশ নেন। পেনসিল স্কেচ, কালার পেইন্টিং ও ডিজিটাল মিডিয়া ক্যাটাগরির প্রত্যেকটি থেকে ৫ জন করে মোট ১৫ জনের চিত্রকর্মকে ‘সেরা চিত্রকর্ম’ হিসেবে ঘোষণা হয়। এরমধ্যে সেরা পাঁচজন হলেন- পেনসিল স্কেচে রনবীর দাস (শেকৃবি), অর্থি বণিক (রাবি) (২টি), তানজিম ফায়জা (হাবিপ্রবি) ও নাজনীন নওরিন (ডুয়েট); কালার পেইন্টিংয়ে খাদিজাতুল কোবরা (জাবি), কাকলি সূত্রধর (ঢাবি), উম্মে সাইদা (পবিপ্রবি), সাদিয়া মোহসিনা (শেকৃবি) ও তাসনিম শাম্মী (খুবি) এবং ডিজিটাল মিডিয়ায় তিয়ান্না প্রাপ্তি (খুবি), ফারজানা মাহিম (রাবি), অনিন্দিতা গুহ (নর্থ ওয়েস্টার্ন ইউনি.), রাকিবুল হারিস ও মিনহাজুল চৌধুরী।

সর্বশেষ খবর