সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

জীবন রক্ষাকারী ওষুধের সরবরাহ সহজলভ্য করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জীবন রক্ষাকারী যেসব ওষুধের বাজারে পর্যাপ্ত উৎপাদন ও সরবরাহ নেই সেসব ওষুধের সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। ঔষধ প্রশাসন অধিদফতরকে এ নির্দেশ বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছে আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভিন আক্তার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। এর আগে গত জানুয়ারিতে এ বিষয়ে একটি রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ড. সিরাজুল ইসলাম বাদী হয়ে এ রিট করেন।

এর আগে রিটকারী আইনজীবী লিভার ও ডায়াবেটিক রোগের জন্য কার্যকর ডেলিপিট-৩০০ ওষুধ বাজারে খুঁজে পাননি। পরে এ ঘটনায় তিনি ঔষধ প্রশাসন অধিদফতরসহ সংশ্লিষ্টদের একটি আইনি নোটিস প্রদান করেন। পরে সে নোটিসের জবাব পেলেও তা মনোপূর্ত না হওয়ায় তিনি হাই কোর্টে রিট করেন। রিট আবেদনে বলা হয়েছে, জীবন রক্ষাকারী ওষুধের কৃত্রিম সংকট তৈরি করে এবং ঔষধ প্রশাসনের নিষ্ক্রিয়তার পরিপ্রেক্ষিতে কিছু সিন্ডিকেট ওষুধের মূল্য বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। তাই বাজারে জীবন রক্ষাকারী সব ওষুধের সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা চেয়ে তিনি হাই কোর্টে রিট করেন।

সর্বশেষ খবর