বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান, ১৩ শিক্ষার্থীসহ আটক ২১

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদকবিরোধী যৌথ অভিযানে ১৩ শিক্ষার্থীসহ ২১ জনকে আটক করা হয়েছে। গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৩ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাকি ৮ জন চাকরিজীবী। শিক্ষার্থীদের মধ্যে রয়েছে- ঢাবির বর্তমান শিক্ষার্থী ৫ জন। একজন সাবেক শিক্ষার্থী, বর্তমানে তিনি একটি ব্যাংকে কর্মরত। এছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২ জন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ জন, ঢাকা   কলেজের ১ জন।

 এছাড়াও একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, সন্ধ্যা থেকে এই অভিযান শুরু হয়েছিল। মাদকমুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয়ে এই অভিযান অব্যাহত থাকবে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ জানান, অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ খবর