বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

কাজ শেষ না হওয়ায় চালু হয়নি আন্তমোবাইল ব্যাংকিং লেনদেন

নিজস্ব প্রতিবেদক

কারিগরি কাজ সম্পন্ন না হওয়ায় চালু হয়নি আন্তমোবাইল ব্যাংকিং লেনদেন সেবা। গতকাল থেকে এই আন্তমোবাইল ব্যাংকিং লেনদেন চালু হওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে নতুন এ সেবা চালুর কথা ছিল। কারিগরি কাজ কবে নাগাদ শেষ হবে সে সম্পর্কে কোনো ঘোষণাও দেওয়া হয়নি।

জানা গেছে, বর্তমানে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা লেনদেন করা যায়। তবে এমএফএস প্রতিষ্ঠানের মধ্যে কোনো লেনদেন করা যায় না। এর ফলে নানা ধরনের সমস্যায় পড়তে হয় গ্রাহকদের। অবশেষে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে সেই নতুন সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়। এমএফএসের প্রতিষ্ঠান বিকাশ, ইসলামী ব্যাংকের এমক্যাশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইউক্যাশ ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ইসলামিক ওয়ালেট থেকে গ্রাহকেরা একে অপরের সঙ্গে লেনদেন চালুর কথা ছিল। এটা চালু হলে কোনো গ্রাহক চাইলে তার বিকাশ হিসাব থেকে সহজেই এমক্যাশে টাকা পাঠাতে পারবেন।

সর্বশেষ খবর