বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আগামী বইমেলায় নামমাত্র ভাড়ায় স্টল বরাদ্দের দাবি প্রকাশকদের

সাংস্কৃতিক প্রতিবেদক

করোনার কারণে অন্য সব সেক্টরের মতো প্রকাশনাশিল্পও ক্ষতিগ্রস্ত। কভিডের ধাক্কায় এ শিল্প ক্ষতিগ্রস্ত হলেও সরকারের কাছ থেকে কোনোরকম প্রণোদনা বা সহযোগিতা পাননি প্রকাশকরা। এ কারণে আগামী বছরের বইমেলায় নামমাত্র ভাড়ায় স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দের দাবি জানিয়েছেন তারা। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি যৌথভাবে এ দাবি জানিয়েছে। এ ছাড়া আসছে বইমেলা থেকে সরকারিভাবে অন্তত ১০ কোটি টাকার বই কেনার দাবিও জানিয়েছেন কয়েকজন প্রকাশক। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নেতারা গতকাল বাংলা একাডেমির কাছে যৌথভাবে তাদের বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরার সময় এ দাবিগুলো করেন। অনানুষ্ঠানিক এ আলোচনায় প্রকাশকরা বলেন, করোনাকালে যেহেতু আমরা কোনো ধরনের সরকারি প্রণোদনা, সহযোগিতা বা পৃষ্ঠপোষকতা পাইনি সেহেতু স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং ২০২১ সালে একুশের চেতনাকে বিশেষভাবে স্মরণযোগ্য করে তুলতে প্রকৃত ও পেশাদার প্রকাশকদের নামমাত্র ভাড়ায় স্টল বরাদ্দের অনুরোধ জানাচ্ছি।

বাংলা একাডেমির পরিচালক ও মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব ড. জালাল আহমেদ বলেন, প্রকাশকদের প্রস্তাব বাংলা একাডেমি বিবেচনায় নিয়েছে। স্টল ও প্যাভিলিয়নের ভাড়া কমানোর বিষয়ে একাডেমি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। সরকারের পক্ষ থেকে প্রণোদনা বা আর্থিক সহযোগিতা পেলে প্রকাশদের ভাড়া বাবদ বাড়তি টাকা ফেরত দেওয়া হবে। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত হলো আগের ভাড়াই নেওয়া হবে।

সর্বশেষ খবর