বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ফুডপান্ডার বিরুদ্ধে সাড়ে ৩ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

দেশের বৃহৎ অনলাইন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডার বিরুদ্ধে ৩ কোটি ৪০ লাখ টাকা ভ্যাট ফাঁকি দেওয়ার প্রমাণ পেয়েছে ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ ঘটনায় গতকাল মামলা দায়ের করার তথ্য দিয়ে ভ্যাট গোয়েন্দা বলেছে- ফুডপান্ডার বিআইএন ০০২১৫৬০৬৬-০১০১। এটি প্রায় ৫০০০টি ফুডস্টোর থেকে ফুড সংগ্রহ করে ভোক্তার কাছে বাইকারদের মাধ্যমে সরবরাহ করে থাকে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে ফুডপান্ডার চুক্তি রয়েছে, যার আওতায় ফুডপান্ডা কমিশন পায়। ফুডপান্ডার কম্পিউটার তল্লাশির সময় ঊর্ধ্বতন কর্মকর্তার ল্যাপটপে মাসিক বিক্রির কিছু গোপন তথ্য পাওয়া যায়। ওই তথ্যসহ আরও কিছু বাণিজ্যিক দলিলাদি জব্দ করেছে ভ্যাট গোয়েন্দা। গতকাল এই তথ্য দিয়েছেন ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান। তিনি জানিয়েছেন- ভ্যাট ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগে ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড, নাভানা প্রিস্টিন প্যাভিলিয়ন, প্লট-১২৮, ব্লক-সিইন, নবম তলার প্রতিষ্ঠানে ভ্যাট গোয়েন্দার একটি দল গত ১৫ অক্টোবর আকস্মিক পরিদর্শন করে। এতে তারা ব্যাপক ভ্যাট ফাঁকির প্রমাণ পায়।

ভ্যাট গোয়েন্দার উপ-পরিচালক নাজমুন্নাহার কায়সার ও সহকারী পরিচালক মো. মহিউদ্দীন অভিযান পরিচালনা করেন। পরিদর্শনকালে প্রতিষ্ঠানের ভ্যাট সংক্রান্ত নথিপত্র ও দলিলাদি বিশ্লেষণ করে দেখা যায়, তারা তথ্য-প্রযুক্তি সেবা অর্থাৎ সেবার কোড এস-০৯৯.১০ এর আওতায় নিবন্ধন নিয়ে ব্যবসা পরিচালনা করছে। উক্ত কোডে নিবন্ধন গ্রহণ করে বাড়ি ভাড়ার ওপর প্রযোজ্য মূসক পরিহার করে আসছে। এই কোডটি কোনোক্রমেই তাদের ব্যবসার সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়া সত্ত্বেও বাড়ি ভাড়ার ওপর অবৈধভাবে শূন্য হারে ভ্যাট সুবিধা নেওয়ার উদ্দেশে তা ব্যবহার করে আসছে।

সর্বশেষ খবর