বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

নরসিংদীর কমিশনার মানিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

নরসিংদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কমিশনার মো. মানিক মিয়া হত্যার বিচারের দাবিতে পরিবারের সদস্যরা ঢাকায় মানববন্ধন করেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে বক্তারা বলেন, ২০০১ সালের পয়লা জানুয়ারি তৎকালীন ওয়ার্ড কমিশনার মো. মানিক মিয়াকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। কিন্তু ২০ বছর পেরিয়ে গেলেও মানিক হত্যার বিচার হয়নি। উপরোন্ত আসামিরা মানিকের পরিবারকে নানা ভাবে হত্যার হুমকি দিচ্ছে। তারা হত্যার দ্রুত বিচারের জন্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে মানিকের ছোট ভাই আমিরুল ইসলাম আমু বলেন, কমিশনারে মানিককে হত্যার পর নরসিংদী থানায় তিনজন আসামির নাম উল্লেখ করে একটি মামলা করা হয়। মামলায় তিন অভিযুক্ত হলেন মেয়র লোকমান হোসেন (পরবর্তীতে নিহত), নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল এবং মাদক সম্রাজ্ঞী পাপিয়ার স্বামী মফিজুর রহমান সুমন। এই তিনজন ছাড়াও অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে অভিযুক্ত করা হয় মামলায়। মামলাটি বর্তমানে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ বিচারাধীন রয়েছে। তিনি বলেন, ঘটনার ২০ বছর পার হলেও এখন পর্যন্ত আসামিদের বিচার হয়নি। যখন কমিশনার মানিককে হত্যা করা হয়, তখন কামরুল ও তার বড় ভাই মেয়র লোকমান নরসিংদী শহরের গডফাদার হিসেবে খ্যাত ছিলেন। আমার বড় ভাইকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার পর পুলিশি তদন্তে আসামিদের বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা মিলে। পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। পরে সিআইডি আরও দুই দফা তদন্ত করে চার্জশিট দেয়। আমিরুল বলেন, সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বর্তমান পৌর মেয়র কামরুজ্জামান কামরুল বাহিনীর জন্য প্রাণভয়ে সাক্ষীরা আদালতে সাক্ষী দিতে পারছে না। সাক্ষ্য দেওয়ার দিনক্ষণ ঠিক হলে কামরুলের সন্ত্রাসী বাহিনী আদালত চত্বর ঘিরে রেখে সাক্ষীদের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়। শুধু তাই নয় কামরুলের সন্ত্রাসী বাহিনী সাক্ষীদের বাড়িতে গিয়েও প্রাণনাশের হুমকি দেয়। ফলে সাক্ষীরা এখন নিজ বাড়িতে অবস্থান করতে পারছে না।

সর্বশেষ খবর