শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বন্ধুকে পুড়িয়ে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে রেজাউল ইসলাম (২০) নামে এক যুবককে অপহরণের পর শ্বাসরোধ ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় তিন বন্ধুকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। ঠাকুরগাঁও অতিরিক্ত দায়রা জজ বি এম তারিকুল কবীর গতকাল এ রায় দেন। মৃত্যুদন্ড পাওয়া আসামিরা হলেন- নওগাঁ জেলার বারিল্লা উত্তরপাড়া গ্রামের আকবর আলীর ছেলে সুইট আলম, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষীণ পলাশবাড়ী গ্রামের মাহতাব উদ্দিন শাহর ছেলে মেকদাদ বিন মাহতাব ওরফে পলাশ ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ভানোর সরকারপাড়ার বজির উদ্দিনের ছেলে হাসান জামিল।

 এদের মধ্যে হাসান জামিল হাই কোর্ট থেকে ভুয়া জামিন দেখিয়ে পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, দন্ডপ্রাপ্ত সুইট আলম ও মেকদাদ বিন মাহতাব ২০১৫ সালের ৪ মার্চ দিনাজপুরের চিরিরবন্দর থেকে তাদের বন্ধু রেজাউল ইসলামকে মোটরসাইকেলসহ অপহরণ করে। তাকে নিয়ে আসে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ভানোর ইউনিয়নের আরেক বন্ধু হাসান জামিলের বাসায়। পরদিন তারা রেজাউলের ব্যবহৃত মোটরসাইকেলটি কেড়ে নেয় এবং তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ পুড়িয়ে একটি বাঁশঝাড়ে ফেলে রাখে। ৬ মার্চ স্থানীয়রা পোড়া লাশ দেখে বালিয়াডাঙ্গি থানায় খবর দেন। লাশের চেহারা বোঝা না যাওয়ায় পুলিশ অজ্ঞাতনামা আসামি করে মামলা করে। রেজাউলের পরিবারের লোকজন সন্তানকে দুই দিন ধরে না পেয়ে র‌্যাবকে জানান। র‌্যাব-১৩-এর সদস্যরা মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে রেজাউল খুনের বিষয়টি উদঘাটন করেন।

সর্বশেষ খবর