শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক ফকীর আবদুর রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক

চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক ফকীর আবদুর রাজ্জাক

সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা ফকীর আবদুর রাজ্জাক (৭৫)। রবিবার রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুরের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সোমবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। ফকীর আবদুর রাজ্জাক মুক্তিযুদ্ধে গেরিলা প্রশিক্ষক ছিলেন। ১৯৭২ সালে বাংলার বাণী পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। এর আগে তিনি যুবলীগের সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের ভিপি ছিলেন। তিনি প্রয়াত শেখ ফজলুল হক মনির ঘনিষ্ঠ সহচর হিসেবে তার স্মৃতিচারণ করে একটি বইও লিখেছেন। বিভিন্ন পত্রিকায় কলাম লেখার পাশাপাশি রাজনীতি, সমাজনীতি বিষয়ে তার ১২টি বই রয়েছে।

সর্বশেষ খবর