শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

তামাক নিয়ন্ত্রণে চাই শক্তিশালী আইনের কঠোর প্রয়োগ

--- ড. আরেফিন সিদ্দিক

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন করার জন্য চাই শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন এবং তার কঠোর প্রয়োগ। তিনি বুধবার তার বাসভবনে তামাকবিরোধী গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার (প্রগতির জন্য জ্ঞান) একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করছিলেন। প্রতিনিধি দলটি তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে করণীয় স¤পর্কে তুলে ধরতে তার সঙ্গে সাক্ষাৎ করে। ড. সিদ্দিক বলেন, বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের কিছু দুর্বলতা থাকার কারণে তামাক ব্যবহার হ্রাসে এটি অধিকতর কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। মতবিনিময় অনুষ্ঠানে প্রজ্ঞার পক্ষ থেকে অন্যান্য বিষয়ের মধ্যে তামাক কো¤পানির ‘সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি’ বা সিএসআর কার্যক্রম নিষিদ্ধকরণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর