abcdefg
news || Bangladesh Pratidin

শিরোনাম
আওয়ামী লীগের দফতর উপকমিটির চেয়ারম্যান হলেন অনুপম সেন আওয়ামী লীগের দফতর উপকমিটির চেয়ারম্যান হলেন অনুপম সেন

একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ড. অনুপম সেনকে আওয়ামী লীগের দফতর বিষয়ক উপকমিটির চেয়ারম্যান করা হয়েছে। দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া গতকাল সকালে চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে গিয়ে অনুপম সেনের কাছে মনোনয়নের চিঠি পৌঁছে দেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় অনুপম সেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। ড. অনুপম সেন বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনসহ একাধিক নির্বাচনে তিনি আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কমিটির সদস্য ছিলেন।

সর্বশেষ খবর