সোমবার, ২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
খুলনার রূপসা সেতুতে মারধর

দুই মামলায় শ্রমিক লীগ নেতার স্ত্রীর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) টোলপ্লাজায় পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে গ্রেফতার শ্রমিক লীগ নেতার স্ত্রী ফাতেমা আক্তার বিউটিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। গতকাল দুই মামলার দুই তদন্ত কর্মকর্তা আলাদাভাবে আদালতে এ রিমান্ডের আবেদন করেন। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার হওয়া ফাতেমা আক্তার বিউটি রূপসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মফিজুল ইসলামের স্ত্রী। টোলপ্লাজায় সিরিয়াল ভঙ্গ ও টোল পরিশোধকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় এই মামলা দুটি হয়েছে। জানা যায়, টোলপ্লাজায় কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে গত শুক্রবার রাতে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে রূপসা থানায় দুটি মামলা হয়।

ওইসব মামলায় বিউটিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন আরও বলেন, মামলায় নতুন কাউকে গ্রেফতার করা যায়নি। ওই ঘটনার ভিডিও ফুটেজে সবকিছু স্পষ্ট হয়েছে। ওই দিন বিউটি চারটি হাইয়েজ, দুটি প্রাইভেটকার ও তিনটি মোটরসাইকেলে ৫০ থেকে ৬০ জনের একটি বহর নিয়ে খুলনা শহরে তার মেয়ের বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। টোলপ্লাজার লেন নং-৬ দিয়ে তারা সিরিয়াল ভঙ্গ ও টোলের টাকা না দিয়ে পার হতে চাচ্ছিলেন। এ সময় আদায়কারীরা তাদের বাধা দেন। কিন্তু বিউটি ও তার সঙ্গে কয়েকজন যুবক গাড়ি থেকে নেমে সিকিউরিটি গার্ডদের সঙ্গে বাকবিতন্ডা শুরু করেন। একপর্যায়ে বিউটি ও তার লোকজন সেতুর একজন সিকিউরিটি গার্ড ও ঘটনা শুনতে যাওয়া একজন কনস্টেবলকে আঘাত করেন। জানা যায়, বিউটির স্বামী মফিজুল ইসলাম রূপসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও রূপসা টেম্পো-অটোটেম্পো মাহেন্দ্রা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।

সর্বশেষ খবর