মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মহানবীর অপমান কেউ সহ্য করতে পারে না

--------- পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, মুসলমানরা নবী মুহাম্মদ (সা.) কে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। মহানবীর অপমান কোনো ইমানদার সহ্য করতে পারেন না। ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মুসলিম উম্মাহর কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রোঁ মুসলিম উম্মাহর কাছে ক্ষমা না চাইলে বিশ্বব্যাপী নবীপ্রেমিক জনতার আন্দোলন থামবে না। গতকাল চরমোনাই মিলনায়তনে ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাইসহ বিশিষ্ট ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

পীর চরমোনাই আরও বলেন,  মুসলমানদের স্বার্থরক্ষায় জাতিসংঘ ব্যর্থ হয়েছে। তিনি জাতিসংঘ এবং ওআইসিকে ফ্রান্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করার আহ্বান জানান। বাংলাদেশের জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপনের জন্যও দাবি জানান তিনি।

সর্বশেষ খবর