বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

শুক্রবার চট্টগ্রামে ১০ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে সারা দেশে শুক্রবার অনুষ্ঠিত হবে ১০ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড। শুক্রবার সকাল ১১টা থেকে সারা দেশে ৯টি কেন্দ্রে এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের এক ঘণ্টায় ৬০টি প্রশ্নের উত্তর দিতে হবে। গতকাল সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ রসায়ন সমিতির সহসভাপতি প্রফেসর ড. বেনু কুমার দে এ সব তথ্য জানান।       

এ সময় উপস্থিত ছিলেন ১০ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড অর্গানাইজিং কমিটির চট্টগ্রাম অঞ্চলের আহ্বায়ক অধ্যাপক ড. এম জামাল উদ্দিন আহমেদ, সদস্য সচিব অধ্যাপক ড. নু ক ম আকবর হোসেন ও অধ্যাপক ড. ইদ্রিস আলম প্রমুখ।

প্রফেসর ড. বেনু কুমার দে বলেন, ‘এ আয়োজনে সেরা ১০ জন আগামী বছর জাপানে আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে অংশ নেবেন। সারা দেশে ২ হাজার ২৬৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। চট্টগ্রাম অঞ্চলের ৫০টি সরকারি বেসরকারি কলেজের প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।’ 

সর্বশেষ খবর