বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

উত্তরা ক্রিসেন্ট ডায়াগনস্টিকে ১৭ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর উত্তরা ক্রিসেন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে ১৭ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাতে উত্তরার সেক্টর-৩, রোড-১৫ এ অবস্থিত এই ডায়াগনস্টিকে অভিযান চালায় র‌্যাব। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।  অভিযানে র‌্যাব-১ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত টাস্কফোর্স সহযোগিতা করে। এছাড়া, গতকাল রাতে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় আজিজ ক্যাবল নামে বৈদ্যুতিক নকল তারের কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিআরবি ক্যাবলসহ নামকরা বিভিন্ন কোম্পানির নকল বৈদ্যুতিক ক্যাবল তৈরি করায় ১২ জনকে জেল-জরিমানা করা হয়েছে। এছাড়াও আজিজ ক্যাবল কারখানাকে ৪২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

সর্বশেষ খবর