সোমবার, ৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

অ্যাসাইনমেন্ট বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ফি না নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা মূল্যায়নে অ্যাসাইনমেন্ট নেওয়ার জন্য কোনো ফি নেওয়া যাবে না। এছাড়া মাধ্যমিকের শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কিভাবে টিউশন ফি আদায় করবে, সে বিষয়ে শিগগিরই নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা মূল্যায়ন করতে যে অ্যাসাইনমেন্ট নেওয়া হচ্ছে সেজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না বলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বলে দেওয়া হয়েছে। টিউশন ফি আদায় করা নিয়ে শিগগিরই নির্দেশনা দেওয়া হবে।

প্রসঙ্গত, ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ঘাটতি পূরণের জন্য ৩০ কর্মদিবসে শেষ করা যায় এমন একটি সিলেবাস প্রণয়ন করেছে এনসিটিবি।

সর্বশেষ খবর