বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বাইডেন-কমলার বিজয়ে মুক্তিযোদ্ধাদের উল্লাস নিউইয়র্কে

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা দেবী হ্যারিসের বিজয়ে নিউইয়র্কে উল্লাস করেছেন মুক্তিযোদ্ধারা। সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে এ আনন্দ-উৎসবের আয়োজন করে ‘বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটারন্স’১৯৭১’ ও সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ-৭১’-এর যুক্তরাষ্ট্র শাখা। এ বিজয় সমাবেশে অংশগ্রহণকারী সবাই গত চার বছরের ‘অসহনীয় পরিবেশ সৃষ্টিকারী’ ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ে স্বস্তি প্রকাশ করেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের দায়িত্ব গ্রহণের পর অভিবাসী সমাজের দুর্দশা কেটে যাবে এবং পুনরায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানে বক্তব্য দেন ‘বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটারন্স’১৯৭১-এর প্রতিষ্ঠাতা- প্রেসিডেন্ট গোলাম মোস্তফা খান মিরাজ, ডেমোক্র্যাটিক পার্টির নেতা মোর্শেদ আলম, সেক্টর কমান্ডারস ফোরামের প্রেসিডেন্ট রাশেদ আহমেদ, ভাইস প্রেসিডেন্ট আবুল বাশার চুন্নু, সেক্রেটারি রেজাউল বারি, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের মিয়া, কোষাধ্যক্ষ বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির চেয়ারম্যান আলিম খান আকাশ, প্রবাসী কল্যাণ সম্পাদক হাজী জাফরউল্লাহ, নির্বাহী সদস্য লাবলু আনসার, গোলাম মোস্তফা কামাল পাশা মানিক, ‘বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটারন্স’১৯৭১-এর সাধারণ সম্পাদক ফারুক হুসাইন, ভাইস-প্রেসিডেন্ট শওকত আকবর রিচি, খুরশীদ আনোয়ার বাবলু, রুহুল আমিন ভূঁইয়া, আলাউদ্দীন সরদার, সাইদুর রহমান, শহিদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর