বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সঠিক দায়িত্ব পালন না করলে ডোর টু ডোর শ্রমিকদের নিয়োগ বাতিল

-------------------- চসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, ‘নগরীতে ডোর টু ডোর ময়লা-আবর্জনা পরিষ্কার কাজে নিয়োজিত শ্রমিকরা যদি ঠিক মতো দায়িত্ব পালন না করে, তাহলে তাদের নিয়োগ বাতিল করা হবে। কারণ চসিক ১ হাজার ২০০ কোটি টাকা দেনার দায় নিয়ে ডুবে আছে। মাসে ডোর টু ডোর শ্রমিকদের বেতন খাতে ২ কোটি ৪০ লাখ টাকা ব্যয় হয়। এরপরও ময়লা-আবর্জনা পরিষ্কার হচ্ছে না বলে প্রায়ই অভিযোগ আসে।’ গতকাল সকালে নগরীর আন্দরকিল্লার পুরনো নগর ভবনে নগরবাসীর সঙ্গে গণসাক্ষাৎকালে লালখান বাজার ওয়ার্ডের এক অধিবাসীর অভিযোগের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন। এ সময় প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবূুল হাশেম উপস্থিত ছিলেন। ওই অভিযোগকারী ‘লালখান বাজার পোড়া কলোনী এলাকায় মাদ্রাসা, নালার আবর্জনা তুলে যত্রতত্র দীর্ঘ সময় উন্মুক্তভাবে ফেলে রাখা হয়’ প্রশাসককে জানালে তিনি অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ওই এলাকার সব ময়লা-আবর্জনা পরিষ্কারে অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রশাসকের সাক্ষাৎপ্রার্থীদের মধ্যে ছিলেন শিক্ষক, মৃত্যুবরণকারী করপোরেশনের কর্মচারীর পরিবারের সদস্য, সমাজসেবক, রাজনীতিক, করপোরেশনের ঠিকাদার, পরিবহন মালিক, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ। ফকিরহাট দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ট্রেড লাইসেন্স প্রদান প্রক্রিয়া সহজ করতে প্রশাসককে অনুরোধ করলে, তিনি একদিনের মধ্যে তা ব্যবস্থা করতে প্রধান রাজস্ব কর্মকর্তাকে বলবেন বলে কথা দেন। পরিবহন মালিকরা নগরের মুরাদপুর, ২ নম্বর গেটের মোড়ে সড়কের আইল্যান্ড ভেঙে যাওয়ায় তা মেরামতে সুদৃষ্টি কামনা করলে প্রশাসক নগরীতে চলমান ফিটনেসবিহীন বাস ও অন্যান্য গাড়ি চলাচল বন্ধে পরিবহন মালিকদের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ খবর