বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ভারতের অত্যাধুনিক স্যাটেলাইট উৎক্ষেপণ

পৃথিবী পর্যবেক্ষণ করতে সক্ষম অত্যাধুনিক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এ অত্যাধুনিক স্যাটেলাইটটি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলভি সি-৪৯ নামের একটি রকেটের মাধ্যমে পৃথিবীর কক্ষে পাঠানো হয়। দেশটির অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্রের লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হয়। এর সঙ্গে আর ৯টি দেশের স্যাটেলাইট পাঠানো হয়েছে। ইসরো জানিয়েছে, রিস্যাট সিরিজের অত্যাধুনিক এ স্যাটেলাইটের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের আভাস ও আবহাওয়া বদলের তথ্য পাওয়া যাবে।

সর্বশেষ খবর