বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
দুই গ্রুপকে ঐক্যবদ্ধ করার চেষ্টা

১২ ডিসেম্বরের কাউন্সিল স্থগিত করেছে গণফোরাম

নিজস্ব প্রতিবেদক

দুই অংশকে নিয়ে ঐক্যবদ্ধ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১২ ডিসেম্বরের কাউন্সিল স্থগিত করেছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। গতকাল দলটির সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, আলাপ-আলোচনার মাধ্যমে গণফোরামের ঐক্যবদ্ধ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে গণফোরামের ১২ ডিসেম্বরের কাউন্সিল স্থগিত করা হলো। গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, অধ্যাপক আবু সাইয়িদ ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর নেতৃত্বাধীন গণফোরামের বিদ্রোহী অংশ গত সেপ্টেম্বর বর্ধিত সভা করে আগামী ২৬ ডিসেম্বর কাউন্সিল অনুষ্ঠানের ঘোষণা দেয়। গত অক্টোবরে ড. কামালের গণফোরাম দলের আহ্বায়ক কমিটির সভা করে ১২ ডিসেম্বর কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়। দুই অংশের মধ্যে একটা আপসরফা করতে বিদ্রোহী অংশরা ড. কামালের সঙ্গে বৈঠক করেছিলেন।

বিদ্রোহী অংশের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ড. রেজা কিবরিয়ার দেওয়া বিজ্ঞপ্তির বিষয়ে আমরা অবগত নই। আমাদের ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠকে কথা হয়েছিল একটা ঐক্যবদ্ধ কাউন্সিল অনুষ্ঠানে তিনি বিবৃতি দেবেন। সেখানে যেসব বহিষ্কার ও পাল্টা বহিষ্কার হয়েছে তা অবৈধ বলে উনি ঘোষণা দেবেন। ১২ ডিসেম্বরের স্থগিতাদেশের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সুব্রত চৌধুরী জানান, তাদের সঙ্গে গত এক সাপ্তাহে এবং মঙ্গলবারও ড. কামাল হোসেনের বৈঠক হয়েছে।

সর্বশেষ খবর