রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আর্ত-মানবতার সেবা ইসলামের অন্যতম নির্দেশ

----------- পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, আর্ত-মানবতার সেবা ইসলামের নির্দেশ। দুস্থ ও নিপীড়িত মানুষের পাশে থেকে তাদের সেবা ও কল্যাণ করা ইসলামের কাজ। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম। কল্যাণকামীতাই ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। গতকাল রাজধানীর একটি রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আর্ত-মানবতার সেবায় অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা এ বি এম জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় নেতা অধ্যাপক মাহবুবুর রহমান, আমিনুল ইসলাম, মনির হোসেন, আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, মাওলানা আবদুর রাজ্জাক।

পীর চরমোনাই আরও বলেন, যুগে যুগে নবী-রসুল (সা.)-গণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করেছেন। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। অনাহারে, অর্ধাহারে, চিকিৎসা বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছে। অন্যদিকে এক শ্রেণির মানুষ সীমাহীন আরাম-আয়েশে জীবন কাটাচ্ছে। গরিব-অসহায় মানুষের প্রতি তাদের দরদ নেই। এ অসহায় মানুষের সেবার মানসিকতা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

সর্বশেষ খবর