রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
বুড়িমারীতে জুয়েলকে পুড়িয়ে হত্যা

প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ধর্ম অবমাননার অভিযোগে আবু ইউনুস মো. সহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে ও পরে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি আবুল হোসেন। আবুল হোসেন জুয়েল হত্যাসহ দুটি মামলার ১ নম্বর আসামি। গতকাল বিকালে ৫ দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এদিকে ওই ঘটনায় হেলাল উদ্দিন (৩২) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের বুড়িয়াটারী উফারমারা এলাকায়। বুড়িমারীতে এ ঘটনায় দায়েরকৃত তিনটি মামলায় মোট ৩৪ জনকে গ্রেফতার করা হলো। লালমনিরহাট ডিবি পুলিশের ওসি ওমর ফারুক গতকাল সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শনিবার প্রধান আসামি আবুল হোসেনের ৫ দিনের রিমান্ড শেষে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত-২) আফাজ উদ্দিনের আদালতে তাকে হাজির করা হয়। এ সময় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন প্রধান আসামি আবুল হোসেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে বৃহস্পতিবার রাতে গ্রেফতারকৃত বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন আফাজ উদ্দিনকে (৬০) লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত-৩) ফেরদৌসী বেগমের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

 আর গতকাল নতুন করে গ্রেফতার হেলাল উদ্দিনকে আজ রবিবার আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।

গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী কেন্দ্রীয় বাজার জামে মসজিদে ধর্ম অবমাননার দায়ে জুয়েল ও তার সঙ্গী একই এলাকার সুলতান রুবায়াত সুমনকে গণপিটুনি দিয়ে ইউনিয়ন পরিষদ ভবনে আটকিয়ে রাখেন স্থানীয়রা। পরে সন্ধ্যায় ইউপি ভবন ভেঙে প্রশাসনের উপস্থিতিতে জুয়েলকে পিটিয়ে হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়ে ছাই করে স্থানীয়রা। এ সময় পাথরের আঘাতে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্তসহ ১০ পুলিশ সদস্য আহত হন। পুলিশ জুয়েলের সঙ্গী রুবায়াত সুমনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সর্বশেষ খবর