রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
স্ত্রীর সংবাদ সম্মেলন

পরোয়ানাভুক্ত আসামি এএসপি মোস্তফার গ্রেফতার দাবি

নিজস্ব প্রতিবেদক

নারী নির্যাতন মামলায় পরোয়ানাভুক্ত আসামি এএসপি মো. মোস্তফা মঞ্জুরকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তারই স্ত্রী ও মামলার বাদী। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এ দাবি জানান এএসপির স্ত্রী এমবিবিএস ডা. লাবনী আক্তারের আইনজীবী অ্যাডভোকেট সাজ্জাদুল হক সিহাব। বাদী অসুস্থ থাকায় তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার দায়ের করা মামলার আইনজীবী। এ সময় বাদীর খালাসহ অন্য আত্মীয়রা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে অ্যাডভোকেট সাজ্জাদুল হক সিহাব বলেন, ২০১৮ সালে খাগড়াছড়ি এপিবিএন স্পেশালাইজড ট্রেনিং সেন্টারের এএসপি মো. মোস্তফা মঞ্জুরের সঙ্গে চাঁদপুর এ্যাপালো হাসপাতালে কর্মরত এমবিবিএস ডা. লাবনী আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় ঘর সাজানোর কথা বলে এবং গ্রামের বাড়ি গাইবান্ধায় বিল্ডিং তুলতে দুই দফায় ৩০ লাখ টাকা যৌতুক নেন মোস্তফা মঞ্জুর। এমনকি ডা. লাবনী তার মাসিক বেতনের ১ লাখ টাকা এএসপির পরিবারকে দিতে হতো।

তা সত্ত্বেও আরও ১০ লাখ টাকা দাবি করেন এএসপি ও তার পরিবার। কিন্তু যৌতুক দিতে রাজি না হওয়ায় গত ৮ আগস্ট এএসপির মারধরে আহত হন লাবনী। স্বামী ও তার পরিবারের যৌতুক দাবি, যৌতুক দিতে রাজি না হওয়ায় মারধর করায় এএসপির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতরে অভিযোগ করেন ডা. লাবনী। কিন্তু এতেও কোনো প্রতিকার না পাওয়ায় গত ২৪ সেপ্টেম্বর এএসপির বিরুদ্ধে আদালতে নারী নির্যাতন আইনে মামলা করেন। পরে ২০ অক্টোবর আসামির বিরুদ্ধে তার কর্মস্থলের ঠিকানায় গ্রেফতারি পরোয়ানা পাঠায় আদালত। কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করেনি।

সর্বশেষ খবর