রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বগুড়া পেরিয়েছে মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১০৩ সদস্য পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে বাইসাইকেল চালিয়ে কক্সবাজারের টেকনাফের উদ্দেশে যাত্রাপথে গতকাল দুপুরে বগুড়া অতিক্রম করেছেন। এ সময় সড়কের দুই পাশে নারী-পুরুষ হাততালি দিয়ে সাইক্লিস্টদের স্বাগত জানান।

দুপুরে শহরের প্রবেশপথে মাটিডালী থেকে মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন প্রথম বাইপাস সড়ক হয়ে বগুড়ার মাঝিড়া সেনানিবাসে যায়। সেখানে তাদের স্বাগত জানান ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার বগুড়া মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। গত ৮ নভেম্বর তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তের জিরো লাইন থেকে  কক্সবাজারের টেকনাফের পথে যাত্রা শুরু করেন তারা। আগামী ৩ ডিসেম্বর টেকনাফে মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন শেষ হবে। ১৬ জন অফিসার, তিনজন নারীসহ ৮৭ জন অন্যান্য পদবির সেনাসদস্য এতে অংশ নিয়েছেন।

সর্বশেষ খবর