সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

নদীর নাব্যতা সংকট দূর করতে কাজ করছে সরকার : নৌ-প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে নদীগুলোর নাব্যতা সংকট দূর করতে সরকার কাজ করে যাচ্ছে। নৌপথে মানুষের যাত্রা সহজ করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নৌভ্রমণকে জনপ্রিয় করে তুলতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

গতকাল সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদের বৈঠককালে তিনি এসব কথা বলেন। এ সময় আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় দেশের নদীপথের চিত্র আরও সুন্দর হয়ে উঠবে। বৈঠকে আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের কোম্পানি সেক্রেটারি মো. পারভেজ আলম এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর