মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

একুশে বইমেলার নাম পরিবর্তনের প্রতিবাদ

সাংস্কৃতিক প্রতিবেদক

অমর একুশে গ্রন্থমেলার নাম পরিবর্তন করে ‘বাংলা একাডেমি অমর একুশে বইমেলা ২০২১’ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। এ বছর বইমেলায় অংশ গ্রহণের আবেদনের বিজ্ঞাপনের শিরোনামে নতুন এ নামটি লক্ষ্য করার পর দুই সমিতি যৌথভাবে এ প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি শ্যামল পাল এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহসভাপতি খান মাহমুদ স্বাক্ষরিত যৌথ প্রতিবাদ লিপিতে বলেন, মূলত ‘অমর একুশে বইমেলা’ একটি জাতীয় আয়োজন এবং বাংলা একাডেমি এর আয়োজক। ‘বাংলা একাডেমি’ শব্দটি বইমেলার শিরোনামের শুরুতে জুড়ে দিয়ে জাতীয় আয়োজনের পরিসর ছোট করা হয়েছে বলেই আমরা বিশ্বাস করি। আমরা দ্বিধাহীনভাবে বলতে চাই, এ ধরনের কর্তৃত্ববাদী আচরণ অংশীজনদের কাছে গ্রহণযোগ্য নয়।

সর্বশেষ খবর