বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

রূপপুরে পৌঁছেছে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল ও স্টিম জেনারেটর

নিজস্ব প্রতিবেদক

রাশিয়া থেকে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর রিএ্যাক্টর প্রেসার ভেসেল ও স্টিম জেনারেটর প্রকল্প এলাকায় পৌঁছেছে। এটি বিদ্যুৎকেন্দ্রটির ইউনিট-১ এর রিয়াক্টরের মূল যন্ত্রাংশ। গত ১০ নভেম্বর একটি বিশেষ জাহাজে ভিভিইআর ১২০০ রিয়াক্টর প্রেসার ভেসেল ও স্টিম জেনারেটর পদ্মা নদীর নিকটবর্তী মংলা সমুদ্রবন্দর থেকে রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের কন্সট্রাকশন সাইটের পাশে নবনির্মিত নদীবন্দরে হস্তান্তর করা হয়। এর আগে এটি ২০ অক্টোবর ডেইজী নামের একটি কার্গো জাহাজে করে মোংলা সমুদ্রবন্দরে আসে,  সেখানে এটিকে আরেকটি বিশেষ জাহাজে তোলা হয়।

এই ভারী যন্ত্রাংশগুলোর (রিয়াক্টর ভেসেল ও স্টিম জেনারেটরের ওজন যথাক্রমে ৩৩৩.৬ টন ও ৩৪০ টন) পরিবহনে প্রায় আড়াই মাস লেগেছে। নদী ও সমুদ্রপথ মিলিয়ে এগুলো প্রায় ১৪ হাজার কিলোমিটারের চেয়েও অধিক পথ অতিক্রম করে ।

সর্বশেষ খবর