শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল পাস

মাদকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক

ইয়াবার উৎপাদন, পরিবহন, বিপণনের জন্য সর্বোচ্চ মৃত্যুদ-ের বিধান বহাল এবং ট্রাইব্যুনালের পরিবর্তে অপরাধের গুরুত্ব অনুযায়ী ‘এখতিয়ারসম্পন্ন আদালত’-এ মাদক মামলার বিচার করার বিধান রেখে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধন), ২০২০ বিল পাস করেছে সংসদ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে কণ্ঠভোটে বিলটি পাস হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল করোনাক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকায় তার পক্ষে বিলটি পাস করার প্রস্তাব করেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সংশোধিত আইনের বিলে বলা হয়েছে, এখতিয়ারসম্পন্ন আদালতকে মামলা প্রাপ্তির তারিখ থেকে ৯০ কার্যদিবসের মধ্যে বিচার শেষ করতে হবে। কেউ আপিল করতে চাইলে রায় দেওয়ার ৩০ দিনের মধ্যে তা করতে হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল পাস : মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন, উন্নয়ন এবং গবেষণার বিধান রেখে এবং সামরিক সরকারের সময়ে প্রণীত মাদ্রাসা শিক্ষা অধ্যাদেশ-১৯৭৮ রহিত করে ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল-২০২০’ সংসদে পাস হয়েছে। বিলে অন্যান্য শিক্ষা বোর্ডের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমাও ৬০ বছর নির্ধারণের বিধান যুক্ত করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে কণ্ঠভোটে বিলটি পাস হয়। বিলটির প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর আগে তিনি বিলের ওপর আনীত তিনটি সংশোধনী গ্রহণ করেন। অপর সংশোধনী, বাছাই কমিটিতে প্রেরণ ও জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

সর্বশেষ খবর