রবিবার, ২২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

শিল্পকলায় ব-নাটুয়ার মাইক মাস্টার

সাংস্কৃতিক প্রতিবেদক

নিয়মিত নাটক মঞ্চায়নের অংশ হিসেবে গতকাল একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নাট্যদল ‘ব-নাটুয়া’ প্রযোজিত নাটক ‘মাইক মাস্টার’। আব্দুল্লাহ আল মামুন রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন আবদুল মমিন।

একজন সাধারণ রাজনৈতিক কর্মীর জীবন নিয়ে বিন্যস্ত হয়েছে নাটকটি। যার বর্তমান পেশা মাইকে রাজনৈতিক সভা-সমিতির ঘোষণা প্রচার করা। রাজনীতির নানা অন্ধকার দিকের কথা উঠে আসে নাটকটিতে।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুল মমিন, অনাবিল, অন্তরা, রাব্বি, ফারহান, তারিফ, মেহেদী, সাব্বির প্রমুখ।

একই সময়ে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় ঢাকা থিয়েটারের ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ ও পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় স্বাত্তিক নাট্য সম্প্রদায়ের নাটক ‘পেজগি’।

সর্বশেষ খবর