সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
গোলটেবিলে অভিমত

ম্যালেরিয়া নির্মূলের জন্যও করোনা নিয়ন্ত্রণ জরুরি

নিজস্ব প্রতিবেদক

‘করোনাভাইরাসের মহামারীর ক্রান্তিকালের মধ্যেই চলছে ম্যালেরিয়া সংক্রমণ। এখনো দেশের ১৩ জেলায় ম্যালেরিয়া আছে দাপটের সঙ্গেই। চলতি ম্যালেরিয়া মৌসুমে এখন পর্যন্ত প্রায় ৫ হাজার আক্রান্ত ও ৭ জনের মৃত্যু ঘটেছে। যদিও তা কভিডের তুলনায় কম। এক্ষেত্রে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্যে এগিয়ে যেতে করোনাভাইরাস মহামারী ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে হবে। দুই রোগের বিরুদ্ধেই সমন্বিত লড়াই করতে হবে। ম্যালেরিয়ার অ্যান্টিজেন টেস্টের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যেই করোনাভাইরাসের অ্যান্টিজেন টেস্টও চালু করতে হবে।’গত শনিবার কালের কণ্ঠ ও ব্র্যাক আয়োজিত ম্যালেরিয়ায় কভিডের প্রভাব ও করণীয় বিষয়ে এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ মতামত তুলে ধরেন। ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডের কনফারেন্স রুমে এ গোলটেবিল অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন।

 বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম, ম্যালেরিয়া বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফয়েজ, স্বাস্থ্য অধিদফতরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, ব্র্যাকের পরিচালক (সংক্রামক রোগ কর্মসূচি) ড. আকরামুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. বেনজীর আহম্মেদ, একই শাখার বর্তমান উপ-পরিচালক ডা. জহিরুল করীম, আইসিডিডিআরবির সিনিয়র সায়েন্টিস্ট ড. রাশিদুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. মিয়া সেপাল, ব্র্যাকের ম্যালেরিয়া কর্মসূচির প্রধান ডা. শায়েলা ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর