সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মাস্ক ব্যবহার নিশ্চিতে মাঠে মসিকের ভ্রাম্যমাণ আদালত

ময়মনসিংহ প্রতিনিধি

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কঠোর হলো ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। আজ থেকে মসিকের ভ্রাম্যমাণ আদালতের দুইটি টিম মাঠে থাকবে। গতকাল দুপুরে নগরীর টাউন হলের সামনে সিটির ৩৩টি ওয়ার্ডে একযোগে সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে মসিক মেয়র ইকরামুল হক টিটু এমন ঘোষণা দেন। এ সময় তিনি আরও বলেন, মাস্ক পরার কোনো বিকল্প নেই। যারা মাস্ক ব্যবহার করবেন না, তাদের সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হবে। সে জন্য মসিকের ভ্রাম্যমাণ আদালতের দুইটি টিম মাঠে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. মশিউল আলম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর