মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

যুবলীগের বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী যুুবলীগের সপ্তম কংগ্রেসের এক বছর পূর্তি উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আসর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) এমপি, হাবিবুর রহমান পবন, নবি নেওয়াজ, এনামুল হক খান, সাজ্জাদ হায়দার লিটন, সুভাষ চন্দ হাওলাদার, তাজউদ্দিন আহমেদ, জসিম মাতবর, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম।

 মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বাদশা, বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, সাইফুর রহমান সোহাগ, জহির উদ্দিন খসরু, মশিউর রহমান চপল, রেজাউল কবির, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, আইন সম্পাদক ব্যারিস্টার সাইদুল হক সুমন, মহিলাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুক্তা আকতার, উপদফতর সম্পাদক শাহজাদা দেলোয়ার হোসেন, উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

দোয়া ও মিলাদ মাহফিল যৌথভাবে পরিচালনা করেন ধর্ম সম্পাদক মাওলানা খলিলুর রহমান সরদার ও এহসানুল হক জিহাদী। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নিদের্শে যুবলীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সর্বস্তরের নেতা-কর্মী এতে অংশ গ্রহণ করেন।        

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস-পরবর্তী মানবতার সেবা ও সাফল্যের ১ বছর শীর্ষক এ দোয়া মাহফিলে বক্তৃতায় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলন এবং শোষিত নির্যাতিত মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করেছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। নানা সময়ে কিছু ক্ষমতালোভী রাজনীতিবিদের কারণে বিতর্কের মুখে পড়েছে সংগঠনটি। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সব স্তরের নেতা-কর্মীকে প্রস্তুত থাকার নির্দেশনা দেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর