মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ও কোটা পুনর্বহাল দাবি

অবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন ও সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবি জানানো হয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা স্বাক্ষরিত মুক্তিযোদ্ধা সনদ ও প্রধানমন্ত্রী অনুমোদিত নীতিমালা অনুযায়ী তৈরি মুক্তিবার্তা লাল বইয়ে প্রকাশিত মুক্তিযোদ্ধা তালিকা বাতিলের ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বক্তারা। গতকাল জাতীয়  প্রেস ক্লাবের সামনে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ আয়োজিত সমাবেশে এসব দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়নের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, মুক্তিযোদ্ধা নেতা আবদুল হাই, আলহাজ শরিফ উদ্দিন, আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতীক, মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের মো. নুরুজ্জামান ভুট্টু, সালমান মাহমুদ জসিম, মো. শাহিনুর করিম বাবু, রুবিনা ইয়াসমীন অন্তরা, ইফতেখারুল আলম ইভান প্রমুখ। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর