বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে রাষ্ট্রদূতদের কাছে শ্রিংলার ব্যাখ্যা

নয়াদিল্লি প্রতিনিধি

পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা সোমবার সন্ধ্যায় বাংলাদেশ হাইকমিশনারসহ কয়েকজন রাষ্ট্রদূতকে সাম্প্রতিক কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। এ সময় রাশিয়া-আমেরিকা ও ফ্রান্সের রাষ্ট্রদূতও ছিলেন। পরে বাংলাদেশ হাইকমিশনার মহম্মদ ইমরান বলেন, ‘কাশ্মীরের জঙ্গি হানা নিয়ে তথ্য শেয়ার করার জন্য এই বৈঠক হয়। বেশ কিছু আলোকচিত্র এবং তথ্যসংবলিত ডোসিয়ার দেওয়া হয়েছে। সেগুলো আমরা খতিয়ে দেখছি।’ এই বৈঠকে চীনকে আমন্ত্রণ জানানো হয়নি। রাষ্ট্রদূতদের বলা হয়, গত ১৯ নভেম্বর পাকিস্তানে আশ্রিত জয়েশ-ই-মহম্মদ জঙ্গি সংস্থা সাম্বা সেকটারে মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে প্রবেশ করে। নগ্রোটায় টার্গেট করা এই হামলা ব্যর্থ করার পর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। মারাত্মক আগ্নেয়াস্ত্র। শ্রিংলা রাষ্ট্রদূতদের বলেন, মূলত কাশ্মীরে জেলা পরিষদের যে নির্বাচন হতে চলেছে তা বানচাল করাই ছিল এদের উদ্দেশ্য। এই হামলার নেপথ্যে নিরাপত্তা-কূটনীতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের একটা যোগসূত্র রয়েছে। ২০ নভেম্বর প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন এই হামলার নেপথ্যে এক গভীর ষড়যন্ত্র রয়েছে। বিশাল ধ্বংসলীলা চালানোর পরিকল্পনা ছিল এদের। জম্মু-শ্রীনগর হাইওয়েতে পুলিশের সঙ্গে সরাসরি খন্ডযুদ্ধে ৪ জঙ্গি মারা যায়। তবে আহত হয় প্রচুর জওয়ান। ২০০৮ সালের নভেম্বর মাসের মুম্বাই হানার সঙ্গে সামঞ্জস্য রেখেই জঙ্গিরা এই হানা চালায়। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব রিভা গাঙ্গুলী দাস অন্য দেশগুলোর সঙ্গে বৈঠকে বসবেন।

সর্বশেষ খবর