শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

’৭১-এর প্রতিরোধ যুদ্ধে শহীদ পিতার স্বীকৃতি দাবি

১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ যুদ্ধে অংশ নেওয়া পুলিশ বাহিনীর সদস্য হিসেবে লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তাঁর নেতৃত্বে এই থানার পুলিশ বাহিনী সশস্ত্র যুদ্ধ শুরু করে। এ অবস্থায় ’৭১-এর ৪ এপ্রিল মীর মোশারফ হোসেন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে শহীদ হন। কিন্তু স্বাধীনতার ৪৯ বছরেও তিনি শহীদ বা মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। দালিলিকভাবে সবকিছু প্রমাণিত হলেও সব আবেদন-নিবেদন লাল ফিতায় আটকে আছে। এ বিষয়ে এই শহীদের মেয়ে পাবনার বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও আইনজীবী মোসফেকা জাহান কণিকা মহান বিজয় দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটি খোলা চিঠি দিয়েছেন। এতে তিনি বলেছেন, ‘যাদের প্রতিরোধের কারণে প্রথম ধাক্কায় পাক হানাদার বাহিনী কিছুটা পিছিয়ে পড়ায় দেশের অভ্যন্তরে মুক্তিযোদ্ধারা সংগঠিত হওয়ার সুযোগ পায়, সেই তাঁরা আজও অবহেলিত। আমার বাবা তাদেরই একজন। এ সংক্রান্ত সব দালিলিক প্রমাণ রয়েছে, পুলিশ বিভাগ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে, পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে তাঁর নামের তালিকাও রয়েছে। কিন্তু রাষ্ট্রের তালিকায় তিনি জায়গা পাননি। এ বিষয়ে ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করা হয় (জিডি নং ১৫১৪৫), পরবর্তীতে ২০১৭ সালের ৮ জানুয়ারি বাংলাদেশ পুলিশ এআইজি (কল্যাণ), পুলিশ সদর দফতর ঢাকা বরাবর আবেদন করা হয়। বিজ্ঞপ্তি।

কিন্তু আজ পর্যন্ত সবই লাল ফিতায় বন্দী হয়ে আছে। মুক্তিযোদ্ধারা যখন গর্বিত ভঙ্গিতে মাথা তুলে সাহসী হন তখন আমার বাবার জন্য কষ্ট বাড়ে, বৃদ্ধা মা বেদনায় হন নীল। তাই আমার বাবাসহ পুলিশ বিভাগের সব শহীদ মুক্তিযোদ্ধার নাম মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি।’

সর্বশেষ খবর